বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী

news paper

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৫৫

7Views

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী শুক্রবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার বিকেলে তার নিজ বাড়িতে কফিনে পুষ্পস্তবক অর্পণ ও রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাত ৯টায় জানাজার নামাজ শেষে দক্ষিণভাগ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।


আরও পড়ুন