রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলো মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৪২
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে এই কার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম।
প্রসঙ্গত রুয়েটের ১৪ টি বিভাগে ২০২৪ সিরিজের এক হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীদের এই কার্ড প্রদান করা হচ্ছে। এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় ৪০ হাজার বই ব্যবহার করতে পারবেন। যা তাদের উচ্চতর শিক্ষা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।