পটুয়াখালী ৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:২৭
পটুয়াখালী গলাচিপার ৩ আসন কর্তৃক ভোটকেন্দ্র ভিত্তিক, বাংলাদেশ জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকা থেকে হাজার ও জনসমর্থনের উপস্থিতিতে তিন ঘন্টা ব্যাপি জেলা, উপজেলা ও ইউনিয়নের জামায়াতের নেতারা বক্তব্য রাখেন, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে অবস্থান ও পর্যবেক্ষণ সম্পর্কে দিকনির্দেশনা মূলক আলোচনা করেছেন বক্তারা।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোয়াজ্জেম হোসাইন হেলাল পরিচালনা ও সহকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ শাহ আলম, আঞ্চলিক টিম বরিশাল, সাবেক আমির পটুয়াখালী।
অধ্যাপক আব্দুস সালাম খান, আঞ্চলিক টিম বরিশাল, সাবেক নায়েবে আমির পটুয়াখালী। মোঃ নাজমুল আহসান, কেন্দ্রীয় মসজিদের সূরা সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানের সভাপতি করেন মোঃ জাকির হোসেন উপজেলা আমির গলাচিপা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, লুৎফুর রহমান জেলা মসজিদের তোরা সদস্য ও আমির জামায়াতে ইসলামী দশমিনা শাখা। এ সময় আরো অন্যান্য বক্তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।