জিকে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ২:১৮
কুষ্টিয়ার হালসা খেজুরতলা সংলগ্ন জিকে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বাসিন্দা খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে দ্রুত বিষয়টি পুলিশকে জানান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক পুরুষের। তার পরনে ছিল একটি শার্ট ও প্যান্ট। লাশের শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা কয়েকদিন আগের। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পুলিশ আরও জানায়, আশপাশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এদিকে জনবহুল সড়কের পাশের খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।