চাকসু নির্বাচনের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

news paper

চবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৯

20Views

চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘদিন ধরে অচল থাকা চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার  দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা হতাশাজনক। তারা দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে চাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা ‘হয় মোদের চাকসু দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ডাকসু হলো, রাকসু হলো, চাকসু কেনো থেমে গেল’, ‘এক দুই তিন চার, চাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘প্রহসনের প্রশাসন মানি না মানবো না’— এমন সব স্লোগান দেন।

এ বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, “জুলাইয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে কতজন শহীদ হয়েছেন, আপনারা জানেন। আমাদের চবিতেও দুজন ভাই আন্দোলনে শহীদ হয়েছেন। সবার আগে এখানে চাকসুর তফসিল ও নির্বাচন হওয়ার কথা ছিল। অথচ এখনো কোনো অগ্রগতি নেই।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং চবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, “যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, সেখানে চবিতে প্রশাসন একেবারেই নিরব। আমরা এতদিন রোডম্যাপ চেয়েছিলাম। এখন রোডম্যাপ নয়, সরাসরি তফসিল চাই।”

এ  বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন,"আগামী ১ আগস্ট সিন্ডিকেট সভায় চাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ নীতিমালা উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।"


আরও পড়ুন