পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে ২১ শিক্ষার্থী সংবর্ধিত দাউদকান্দিতে এসইডিপি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

news paper

শরিফুল ইসলাম, দাউদকান্দি

প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ২:৩০

73Views

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি) এর পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় দাউদকান্দিতে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার অভিনেশ কর্মকার।
২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত মোট ২১ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ২০২২ সালের ১০ জন এবং ২০২৩ সালের ১১ জন শিক্ষার্থী এই সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রিন্সিপাল রেজাউল করিম, নৈয়াইর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন মিয়াজী, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এ আয়োজনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করার বার্তা দেওয়া হয়।


আরও পড়ুন