রাষ্ট্রীয় শোক দিবসে চন্দনাইশে মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণী
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ২:৩৪
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস। এই শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানও একদিন পেছানো হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই (মঙ্গলবার) এর পরিবর্তে উদ্বোধনী অনুষ্ঠান এখন ২৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
তবে, চন্দনাইশ উপজেলায় ভিন্ন চিত্র দেখা গেছে। যেখানে রাষ্ট্রীয় শোক দিবসের কারণে উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানেই চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় বলেন, "জাতীয় মৎস্য সপ্তাহ একটি সারাদেশব্যাপী জাতীয় অনুষ্ঠান। রাষ্ট্রীয় শোক দিবসের কারণে এই অনুষ্ঠান একদিন পিছিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পূর্ব ঘোষিত ছিল। আমরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতিক্রমে এই অনুষ্ঠান করেছি।"