নরসিংদীতে ২৪ ঘণ্টায় ২৩ জন গ্রেপ্তার, শীর্ষ সন্ত্রাসী সোহেল আটক
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:১৫
মঙ্গলবার (২২ জুলাই) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উদ্ধারজনিত ও নিয়মিত মামলার পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রায়পুরা চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১টি এসবিসিএল একনলা বন্দুক, ৪টি একনলা দেশীয় বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২টি শর্টগানের কার্তুজ, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহেল মিয়ার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মোট ১১টি মামলা রয়েছে।
এদিকে, শিবপুর মডেল থানা পুলিশ মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের ১৮৫ বস্তা চালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের এক সেট পোশাক, এক জোড়া বুট, ১টি ক্যাপ, ১টি বেল্ট এবং ১টি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার হৃদয় মিয়া (৩২), মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের আকাশ দাস (৩০) এবং হৃদয় চন্দ্র দাস (২৮)।
এছাড়াও, মাদকবিরোধী অভিযানে রায়পুরা থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানিয়েছেন, সন্ত্রাসী ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর।