সীতাকুণ্ড বাজার কমিটির নিবার্চনে তারুণ্যের জয়
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:৪
সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ি দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নিবার্চনে এবার তরুণ প্রার্থীদের জয়জয়কার। সদ্য সমাপ্ত নির্বাচনে অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হল সীতাকুণ্ড পৌরসদরের ব্যবসায়িরা । ৫ আগষ্ট পটপরিবর্তনের পর পুরনো প্রভাব কাটিয়ে এবার জয় পেয়েছেন এপ্রজন্মের একদল উদ্যমী ও তরুণ। নিবার্চনে উৎসবমুখর ভোট দানের মধ্যমে আগামি তিন বছরের জন্য নিজেদের অভিভাবক নির্ধারণ করলেন ব্যবসায়িরা।
নিবার্চনে ১৭ টি মধ্যে ১৬ টি পদে সরাসরি প্রতিদন্ধিতা করেন মোট ৩৫ জন প্রার্থী। বিনা-প্রতিদন্ধিতায় নিবার্চিত হন ১ জন। ১৭ পদে বিজয় প্রার্থীদের মধ্যে ১৩ জনই তরুণ।
নিবার্চনে সভাপতি পদে বিজয় মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন , সহ-সভাপতি নূর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,সহ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর , সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলাউদ্দিন,অর্থ সম্পাদক মো: হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক: মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক: শ্রীদাম চন্দ্র দে (বিনা প্রতিদন্ধিতায় ) ,সহ দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন, ত্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ১ নং ওয়ার্ডে মহিদুল আলম আবির, ২ নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ডে মোঃ বাবলু, ৪ নং ওয়ার্ডে মো: জসিম উদ্দীন ও ৫ নং ওয়ার্ডে মোঃ আজম খান নিবার্চিত হয়েছেন ।
নিবার্চনে কোন প্যানেল ঘোষনা না হলেও বিএনপি -জামায়াত পন্থিদের মধ্যে চলে ভোট যুদ্ধ। প্রার্থীদের পক্ষে সরাসরি মাঠে নামতে দেখাযায় দল দুইটির নেতা কর্মীদের। হাড্ডাহাড্ডি লড়ায়ে তিনটি ছাড়া বাকি সবকয়টি পদে নিরঙ্কুশ জয় লাভ করেন বিএনপি পন্থি ব্যবসায়িরা।
তবে দলমত নির্বিশেষ ব্যবসায়িদের কল্যানেই কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন বিজয়ী প্রার্থীরা ।
এদিকে বাজারে সাধারণ ব্যবসায়ীদের মাঝেও দেখা যায় উৎসাহ ও প্রত্যাশা। তাদের মতে, এই নবীন নেতৃত্বই বাজার ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে।তাদের দেওয়া প্রতিশ্রুতি রেখে ব্যবসায়িদের মনে জায়গা করে নিবেন।
এছাড়াও স্থানীয়রা মনে করেন, সীতাকুণ্ড বাজার কমিটির এবারের নির্বাচন স্থানীয় রাজনীতি ও নেতৃত্বের পরিবর্তনের একটি প্রতীক হয়ে উঠেছে । এখন দেখার পালা এই কমিটি কতটা সফলভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে।