কোনাবাড়ীতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

news paper

মোখলেছুর রহমান, কোনাবাড়ী

প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:৩

69Views

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের (পেয়ারাবাগান) উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, “এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. তারা মিয়া, প্রধান শিক্ষক মো. সবুজ আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোছা. তাসলিমা খাতুন, শিক্ষক মো. সাকিব আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

দোয়া পরিচালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাক্কুর মাহমুদ।


আরও পড়ুন