কুতুবদিয়ায় আওয়ামী লীগের চার নেতা আটক

news paper

কুতুবদিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:১৬

644Views

কুতুবদিয়ায় অপারেশন ডেভিল হান্ট” অভিযানে বঙ্গবন্ধু শ্রমিক লীগসহ আওয়ামী লীগের চার স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলা বঙ্গবন্ধু শ্রমিক লীগের সভাপতি আলী আকবর ডেইল মশরফ আলী সিকদার পাড়ার মৃত জাফর আলম সিকদারের ছেলে গোলাম মোস্তফা বাদশা সিকদার (৪৫) । আনিচার ডেইল এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে আলী আকবর ডেইল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম (৫০), এবং বড়ঘোপ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মনোহরখালী এলাকার বাসিন্দা তফসির আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৩৭) এবং আলী আকবর ডেইল ইউনিয়ন এর আওয়ামীলীগ এর সদস্য সন্দ্বীপি পাড়ার নুর আহম্মদের ছেলে নজরুল ইসলাম(৪৮)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমার হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আটক দেখানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


আরও পড়ুন