তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার: দৌলতপুরে বিক্ষোভ
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৩:১০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র,মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল এর নেতৃত্বে উপজেলার রিফাইতপুর বাজার থেকে মিছিল বের করা হয়।
এ সময় দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে থানা ও উপজেলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় সংক্ষিপ্ত পথ সভায় শরীফ উদ্দিন জুয়েল,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা এবং অতিদ্রুত একটি অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানান ।এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।