জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাদারীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:৩০
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় মাদারীপুর জেলা ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের আহমদিয়া কামিল এমএ মাদ্রাসা পখিরা দরবার শরীফে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শরীফ মিজানুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন আজাদী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল বাসার বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাওলানা শরীফ মোঃ সাইফুল ইসলাম নেছারী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম হোসেন খাঁন সহ জেলা কমিটি, আলেম ওলামা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন পখিরা দরবার শরীফের পীর মাওলানা মুফতি শরীফ ইমরান হোসেন নূর। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সকল হতাহতের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।