তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:২৯
যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার গভীর রাতে অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো: কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মেহেদি গাজীর ছেলে মিঠু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইছাহাক আলী মণ্ডলের ছেলে হাবিবুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বিছালী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে বিজন হোসেন (৩৮), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২৫) এবং মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০)।
যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জাজির জানান, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তাদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। বিজন ও মিঠুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মেহেদী হাসানের কাছে পিস্তল ও গুলি কোথা থেকে এলো, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদে তারা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।
এর আগে গত ১২ জুলাই রাতে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে বাড়ি ফেরার পথে তরিকুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ডিবি যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।