গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ হাজার ৬৬৫ আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২

news paper

গোলাম রব্বানী , গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:৬

28Views

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার পরদিনই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে নাম উল্লেখসহ এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ জুলাই) কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভকে কেন্দ্র করেই মামলাটি দায়ের করা হয়।


আরও পড়ুন