আশুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

news paper

ইমাম হো‌সেন, ঢাকা

প্রকাশিত: ১৮-৭-২০২৫ রাত ৮:৮

83Views

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত কল্পে টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার ১৭ই জুলাই আশুলিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই আলোচনা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সাভার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ও আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আজরা জাবীন এর সভাপতিত্বে বর্তমান জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। 
 
এ সংক্রান্ত কাজে মাঠ পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লা ও গ্রামেগঞ্জে  মানুষের তথ্য নিয়ে কাজ করেন তাদের যৌথ মতামতের ভিত্তিতে আগামী দিনে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করেন। আলোচনা কালে নব্য ভুমিষ্ট সন্তানের নিবন্ধনের ক্ষেত্রে তার বাবা মার ভোটার আইডিকে প্রাধান্য দেয়ার পরামর্শ দেন। 
অনুষ্ঠানে আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম, ২ নং ওয়ার্ড মেম্বার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্বাস্থ্য সহকর্মী, মসজিদের ইমাম, পরিবার কল্যাণ সহকারী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মের জনগণের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক আলোচনা করেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক   আজরা জাবীন।  
আলোচনা সভায় জন্ম নিবন্ধনের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিখ উঠে আসে অন্যতম ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ। এর ফলে যে জনগন  উপকারগুলো ভোগ করতে পারে অন্যতম পাসপোর্ট করতে, বিবাহ নিবন্ধন করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেতে ড্রাইভিং লাইসেন্স করতে এক কথায় জীবন চলার পথে যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয়। এক কথায় জাতীয় পরিচয়পত্র যেসব কাজে লাগে জন্ম নিবন্ধন সনদ তেমনই জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রদান করেন দায়িত্বগত প্রশাসক। উপস্থিত সকলে সহমত প্রকাশ করে সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন। 
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মধ্যে জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আলোচনায় করেন দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য সহকারী আব্দুর রহিম, এফ ডব্লিউ ভি রিমা আক্তার, কুমকুমারী কবরস্থান থেকে হাবিবুর রহমান মৃধা, টংগাবাড়ি শ্মশান ঘাট থেকে আশুতোষ মন্ডল এবং রুস্তমপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ অনেকেই এই আলোচনায় অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন