ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৬ হাজার ৭৮৪ পরিবারে ফলদ চারা বিতরণ

news paper

এম এ মালেক (ধামইরহাট)

প্রকাশিত: ১৮-৭-২০২৫ বিকাল ৫:৩

17Views

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির উদ্যোগে ৬ হাজার ৭৮৪ পরিবারের ফলদ চারা বিতরণ করা হয়েছে। ময়মনসিংক কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ১৮ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে কাঠাল, মাল্টা,সহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃদ্ধ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার। ‘সবুজ জীবনের জন্য গাছ লাগান’ এই প্রদিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর শিশু, আলট্রাপুওর গ্র্যাজুয়েশনসহ স্থানীয় জনগন, শিশু যুব সমাজ ও গ্রামবাসীদের অংশগ্রহণে এই কর্মসূচির আওতায় ১০ হাজার ৬৩৮টি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন উপকারভোগীগণ।
এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ‘সবুজ দেশ তথা সবুজ ধামইরহাট গড়তে ওয়ার্ল্ড ভিশন বৃক্ষরোপন কর্মসূচিতে শিশুদের সম্পৃক্ত করেছে, যাতে করে শিশু রা ছোট থেকেই গাছ ও গাছের উদারতা সম্পর্কে জানতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার বলেন, ‘শিশুরাও গাছের মত কোমল, তাদের উভয়কেই যত্ন সহকারে লালন-পালন করলে ভাল ফলাফল পাওয়া যায়।’


আরও পড়ুন