নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৫৯
নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক জনতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সোমবার বেলা ১২টায় পুরাতন কালেক্টর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।