ডেমরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৫৯
রাজধানীর ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর নতুন পাড়া সাত তলা মিনার মসজিদের সামনে বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্থ শরীরে দেশে ফেরা এবং ঢাকা-৫ এর ধানের শীষের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লা নবীর সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। তিনি বলেন, "ছাত্ররা জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, রাজপথে বুক পেতে স্বৈরাচারের পতনের জন্য লড়াই করেছেন এবং শহীদ হয়েছেন। এলাকাবাসীরা জানে বিএনপি স্বৈরাচার কখনোই পছন্দ করে না।" তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করে জনগণের আস্থা অর্জন এবং দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। তিনি বলেন, "জনগণ যেটা চায় বিএনপি ঠিক সেটাই করবে, বিএনপি জনগণের ভিতরে। জনগণ বিএনপির উপরে আস্থা রাখবে স্বৈরাচার যেন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে।" তিনি বেগম খালেদা জিয়ার আদর্শে মাঠে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার বলেন, "আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা করার জন্য এবং দীপন তালুকদার দীপু ও লিটন মাহমুদ ভাইয়ের ডেমরা এলাকায় পদচারণার জন্য সকলের জন্য দোয়ার আয়োজন।" তিনি তাদের উপস্থিতি নিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অপু, রাঙ্গামাটি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলার জাসাসের সভাপতি কামাল হোসেন, লংগদু উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার, লংগদু ৭ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তানভীর, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাদু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আরিফ ভূঁইয়া, মো. সাইফুল ইসলামসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।