ভূরুঙ্গামারীতে হাসপাতালে রোগীকে হত্যাচেষ্টার অভিযোগে যুবক আটক

news paper

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ৫-৭-২০২৫ বিকাল ৬:৩

113Views

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি এক রোগীকে হত্যাচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার (৪ জুলাই, ২০২৫) কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হলে তারা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসাধীন এক রোগীর ওপর হামলার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে লুৎফর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করে।

গ্রেফতারকৃত যুবক লুৎফর রহমান অবশ্য দাবি করেছেন, তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে পুলিশে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সায়েম জানান, এক যুবক দেশীয় অস্ত্র হাতে হাসপাতালের ভেতরে ঢুকলে অন্যান্য রোগী ও স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার (৫ জুলাই, ২০২৫) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন