ভুয়া ভিসায় কোটি টাকা আত্মসাৎ: প্রতারক বাবু লাপাত্তা

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:৫৭

151Views

ইতালি, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৪৪টি ভুয়া ভিসা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন প্রতারক জাহাঙ্গীর কবির বাবু। কথিত ইউনাইটেড ডিস্ট্রিক্ট ক্লাবের সভাপতি এই বাবুর প্রতারণার ফাঁদে পড়ে ৪৪টি পরিবার এখন সর্বস্বান্ত। পর্তুগাল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনি এই অর্থ আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

ইউনাইটেড ডিস্ট্রিক্ট ক্লাবের সেক্রেটারি এ. কে. এম. কাফিল উদ্দিন সুমন জানান, বাবুর কথায় বিশ্বাস করে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করে বাবুর হাতে তুলে দেন। বাবু আশ্বাস দিয়েছিলেন যে ভিসা না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেবেন, এমনকি নিজ হাতে লিখিত স্বীকারোক্তিপত্রেও তিনি এ কথা উল্লেখ করেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা না করে একাধিক জাল ভিসা দিয়ে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করেন।

বাবুর প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী জানান, তারা বিদেশ যাওয়ার স্বপ্নে জমি, গরু, স্বর্ণালঙ্কার, এমনকি ঘরবাড়ি বিক্রি করে বাবুকে টাকা দিয়েছিলেন।

এস এম জাহাঙ্গীর কবির বাবু নিজেকে সমাজসেবক ও সোশ্যাল ক্লাবের সভাপতি পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছেন। ভুক্তভোগীরা বলেছেন, সেই পরিচয়কে ঢাল বানিয়ে তিনি কোটি টাকার প্রতারণা করেছেন। প্রতারণার শিকার সুমন আহমেদ ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন, যা বর্তমানে পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে। সুমন আহমেদ বলেন, "এই অপরাধীর এমন শাস্তি হোক যাতে সমাজসেবার নামে কেউ আর প্রতারণা করার সাহস না পায়।"

জানা গেছে, জাহাঙ্গীর কবির বাবু দেশের বিভিন্ন জায়গায় একই কায়দায় অনেকের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে ইতোমধ্যে বহু মামলা তদন্তাধীন রয়েছে এবং অসংখ্য মানুষ তার বিরুদ্ধে অভিযোগ এনে বিচার দাবি করছেন।


আরও পড়ুন