চিতলমারীতে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও সম্মেলনকে ঘিরে উদ্দীপনা
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৪৪
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ব্যাপক আনন্দ-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২২ বছর পর আগামী শুক্রবার (১১ জুলাই) চিতলমারী উপজেলা শাখা বিএনপির এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় চিতলমারী সরকারি এস.এম. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম চলে।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট ১ আসন (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসন বিএনপির নির্বাচনী তদারকি টিম প্রধান শমসের আলী মোহন, জেলা বিএনপির নির্বাচনী মনিটরিং টিম সদস্য অধ্যাপক হাদি উজ জামান হিরো। এছাড়াও, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোল্লা মোহাম্মাদ আব্দুল্লাহ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাপতি রুনা গাজী বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, যুগ্ম আহ্বায়ক সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল হাসান অপু, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শিপন মুন্সী। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে ছিলেন শফিকুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ফজলুল হক এবং মোঃ রেজাউল শেখ। উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি জহরলাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোনয়নপত্র বিক্রি করা হয়। এতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ জনের নাম ঘোষণা করা হয়।