বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

news paper

জাকিরুল ইসলাম, বিরামপুর

প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৩৬

23Views

দেশের পরিবেশ রক্ষায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই উপজেলা চত্বরে কয়েকটি গাছের চারা রোপন করেন এবং গাছ রোপনের মাধ্যমে বাস্তব প্রতিফলন ঘটাতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মাঝে বিনামূল্যে ২১ হাজার ৬’শত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে কৃষিবিদ আবু তারেক সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন