নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৫:৪৬
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হেফাজত থেকে গোপনে সরিয়ে রাখা ৫২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিনের বাসা থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
জানা গেছে, পূর্বে হস্তান্তরিত অর্থের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মনোহরদী পৌরসভার নামাপাড়া চন্দনবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং শিবপুর থানার খড়িয়া গ্রামে জাকির হোসেনের ছেলে আশিক ভূইয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তুহিন তার বাসায় টাকা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ তার দেয়া তথ্যানুযায়ী অভিযানে গিয়ে সেখান থেকে ৫২ লাখ টাকা উদ্ধার করে।
শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিখিত এজাহার দাখিল করেছেন। যেহেতু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত, তাই এজাহারটি দুর্নীতি দমন কমিশনের গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।