মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

news paper

রাজু হোসেন, মেহেরপুর

প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:২৭

46Views

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মেহেরপুরে দোয়া মাহফিল করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ জুলাই) সকালে জেলা জামায়াত কার্যালয়ে এ আয়োজন হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। এতে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মাহাবুবুল উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর আমীর মাওলানা খানজাহান আলী, পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর আহসানুল হক, এবং অন্যান্য নেতৃবৃন্দ।


আরও পড়ুন