মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি ২০২৪ উপলক্ষে গঠিত ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটির আহ্বায়ক হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু এবং সদস্য সচিব হিসেবে রফিকুল আলম মজনু মনোনীত হয়েছেন।