মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ
প্রকাশিত: ৩০-৬-২০২৫ বিকাল ৫:৩৮
চোরাই গাড়ি উদ্ধার করার কথা বলে প্রতারণা করে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুই প্রতারক। তারা হলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের মোহাম্মদ সাইফুল প্রকাশ হানিফ ও একই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মোঃ দিদার। তাদের খপ্পরে পড়ে হিঙ্গুলি ইউনিয়নের সিরাজ ড্রাইভার নামে এক ব্যক্তি। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, এই দুই প্রতারক গাড়ি চোর চক্রের সদস্য। তারা ড্রাইভিং এর আড়ালে বিভিন্ন গাড়ি চুরি ও চোরাই গাড়ি উদ্ধারের কথা বলে বিভিন্ন লোক থেকে টাকা হাতিয়ে নেয়। ঘটনা সূত্রে জানা যায়, গত ২০ শে জুন রাত ৪ টায় মুহুরি প্রজেক্ট এলাকা থেকে একটি স্কেভেটর চুরি হয় সিরাজ ড্রাইভারের বন্ধু কামালের। পরবর্তীতে বিভিন্ন কৌশলে গাড়ির অবস্থান সনাক্ত করা হয়। এরপর এই দুই ড্রাইভার নামক প্রতারকের খপ্পরে পড়ে সিরাজ ড্রাইভার। পূর্ব পরিচিত হওয়ায় মৌখিক বিনিময় চুক্তি করে দুই ধাপে ৮৫ হাজার টাকা তাদেরকে দেয়া হয়। টাকা লেনদেনের অডিও রেকর্ড পাওয়া গেছে। স্কেভেটরটি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার মাধ্যমে উদ্ধার করা হয় এবং চোর চক্রের কয়েকজন সদস্য গ্রেফতার হয় বলে জানা যায়। কিন্তু এই দুই প্রতারক গাড়ি উদ্ধার না করে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে গাড়ি উদ্ধার করার লক্ষ্যে সিরাজ ড্রাইভার যে টাকা প্রদান করে তা সাইফুল ও দিদারের কাছে ফেরৎ চাইলে তারা নানা ধরণের বাহানা ধরে।
টাকা পাওয়ার উদ্দেশ্য তাদের বাড়িতে গেলে পাওনাদারদের উপর বেজায় চটে যায় ওই দুই প্রতারক। পরে বিষয়টি মিমাংসা না করতে পেরে গত ২৯ জুলাই রবিবার জোরারগঞ্জ থানায় সিরাজ ড্রাইভার নিজে একটা অভিযোগ দায়ের করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।