আসছে রমিতা ও তন্ময় এর ‘সাথ ভালা না’
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৩:৫৪
কথায় বলে "Music Has No Boundary". তাই ভারত এবং বাংলাদেশের যৌথ প্রয়াসে একেবারে নতুন ধরনের একটি মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন ওপার বাংলার কোলকাতার সঙ্গীতশিল্পী রমিতা সিনহা এবং তন্ময় পাল। ‘সাথ ভালা না’ শিরোনামে গানটি মূলত লোকসঙ্গীতের অন্তর্গত বাউল সঙ্গীত। তার সাথে অধুনিক র্যাপ এবং হিপ-হপ মিউজিকের একটি ফিউশনে তৈরি হয়েছে গানটি।
গানটি আগামী ৩ জুলাই বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
‘সাথ ভালা না’ গানটি কোনো পুরোনো প্রচলিত লোকসংগীত নয়, সম্পূর্ণ আধুনিক সংগীতায়োজনে বানানো নতুন একটি লোকগান। যার মিউজিক কম্পোজিশন ও গীতিকার তন্ময় পাল। গানটির র্যাপ অংশ গেয়েছেন তিনি নিজেই।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী শ্রীনন্দা চক্রবর্ত্তী। সব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতির স্বাদ ও পাশ্চাত্য সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন দেখা যাবে গানটিতে।
গানটির মিউজিক কম্পোজার ও গীতিকার তন্ময় পেশাগত কোরিওগ্রাফার। গানটি সর্ম্পকে তিনি বলেন, গানটা আমি অন্য মিউজিক কম্পোজারদের সাথে প্রতিযোগিতা করার জন্য বানাইনি কিংবা কোরিওগ্রাফী ছেড়ে মিউজিক কম্পোজ করার জন্য করিনি। আমি বরাবরই পরীক্ষামূলক কাজ করতে ভালোবাসি, তাই এই নতুন ধরনের একটা সাউন্ডস্কেপ, একটা প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন করার চেষ্টা করেছি"।
গানটির মিউজিশিয়ানরা বলেন, এযাবৎ নানান সুরকারদের গানে আমরা বাজিয়ে থাকলেও এই রকম একটি গানে এই প্রথম আমরা বাজালাম। কাজটি করে সত্যিই খুব ভালো লাগছে এবং অপেক্ষায় রইলাম মানুষ কি বলে।
গানটির সুর, সংগীতায়োজন এবং থিম নিয়ে এই গানের শিল্পীরাসহ সকলেই ভীষণ আশাবাদী। এবার গানটি প্রকাশিত হলে দর্শক এবং শ্রোতাদের মন্তব্য শোনার অপেক্ষায় তারা।