রায়গঞ্জে গরু খামারীদের মাঝে উপকরণ বিতরণ

news paper

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ

প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৫২

32Views

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু খামারিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ১১২ জন খামারিদের মাঝে উপকরণ হিসেবে প্রত্যেকের মাঝে ৫টি ঢেউ টিন, ৪টি সিমেন্টের খুঁটি, ১টি ম্যাট ও ১টি সাইনবোর্ড বিতরণ করা হয়। 

এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

এ সময় অন্যানদের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন