তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ রাত ৯:৩৭
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এখন আর শুধুমাত্র একজন রাজনৈতিক উত্তরসূরি নন, বরং নিজস্ব যোগ্যতায় তিনি হয়ে উঠেছেন ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের সন্তান হিসেবে পারিবারিক ঐতিহ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করলেও, আজ তিনি নিজেই গড়ে তুলেছেন আলাদা একটি পরিচয়।
তারুণ্য, দৃঢ়তা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ তানভীর আহমেদ রবিন জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন-সংগ্রামে বারবার নিজেকে প্রমাণ করেছেন। গত দেড় দশক ধরে আওয়ামী লীগের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি থেকেছেন রাজপথে সক্রিয়। তারেক রহমানের আস্থাভাজন এই নেতা মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনে রাখছেন নিরবিচারে ভূমিকা।
বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপির নেতৃত্বে তরুণদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তানভীর আহমেদ রবিন সেই পথচলার অন্যতম সেনানী। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট। ‘পরিচ্ছন্ন রাজনীতি’—এই আদর্শকে সামনে রেখে দক্ষিণ ঢাকায় তিনি চালু করেছেন অনলাইন অ্যাপস, যেখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারছে।
রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাংগঠনিক দক্ষতায়ও তিনি নজর কেড়েছেন। ঢাকা-৪ আসনে বিএনপির ঘাঁটি পুনর্গঠনে তার ভূমিকা ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সমস্যা সমাধানে আগ্রহ তাকে জনগণের নেতায় পরিণত করেছে।
তানভীর আহমেদ রবিন আজকের তরুণ প্রজন্মের সামনে এক অনুকরণীয় উদাহরণ। পরিবারিক রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও, তিনি তা ছাপিয়ে নিজস্ব সাংগঠনিক বলয়ে গড়ে তুলেছেন শক্তিশালী অবস্থান। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের স্বপ্নে যে নেতৃত্ব প্রয়োজন, তানভীর আহমেদ রবিন সে নেতৃত্বের এক সম্ভাবনাময় নাম।