দোহারে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪৪
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোহার উপজেলার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পরীক্ষার্থীদের জন্য পানি, কলম, মাস্কসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। এর পাশাপাশি দোহারের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সুবিধার জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করেন দোহার উপজেলার ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মীরা।
এই হেল্প ডেস্ক পরিচালনা করেন দোহার উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিবির সেক্রেটারি ওমর ফারুক বলেন, “ছাত্রদের পরীক্ষায় সহযোগিতা করার লক্ষ্যে আমরা নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। এই হেল্প ডেস্কও তারই একটি অংশ। এতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরো জানান, আমরা আজকে, কলম,মাস্ক,পানি,স্যালাইন,পরীক্ষার রুটিন এবং অভিবাবগদের পড়ার জন্য বিনামূল্যে ইসলামি বই বিতরণ করি সেই সাথে দোহারের বিভিন্ন স্থানে ট্রাফিক এর দায়িত্ব পালন করি।
ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী বলেন, “সুরা আছরের শিক্ষা—আমল ও ছলেহের উদ্দেশ্য নিয়েই আমাদের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।"
কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যরা। পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান সংগঠনকে।