পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

news paper

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪৩

8Views

গাজীপুরে পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও  বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার সকালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন এলাকায় ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন, ইসপেক্টর মাইনুদ্দিন, ইসপেক্টর ছিদ্দিক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহ ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের সদস‍্যবৃন্দ।

ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন  জানান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। পরিবেশ সুরক্ষায় আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরও পড়ুন