রায়গঞ্জে এক রাতে কৃষকের ৮ গরু চুরি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের আধারে ৩ কৃষকের ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজারমূল্য প্রায় ১০-১২ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।শনিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের আব্দুল মজিদ খানের ৬টি, একই ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা গ্রামের গোলাম রব্বানী তালুকদার ও রহুল আমিন শেখের দুটি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
গত এক মাসের ব্যবধানে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রাম থেকে আরো ৮ টি গরু ও দুটি মহিষ, ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রাম থেকে একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন কৃষকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তারা গোয়াল ঘরে বেঁধে রেখে যান। ভোরে গরুগুলোকে দেখতে গেলে তারা দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি।
কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই সম্বল ছিল।’একের পর এক কৃষকের গরু চুরির ঘটনায় আতঙ্ককে দিন কাটাচ্ছে কৃষকরা।
এ বিষয়ে জানতে চাইলে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, একের পর এক গরু চুরির ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা প্রশাসনকে গরু চোর চক্রকে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, গরু চুরি হওয়ার বিষয়ে অনেক ক্ষেত্রেই কৃষক থানায় কোন অভিযোগ করেনা। ফলে অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের বেগ পেতে হয়। গরু চুরি রোধে স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।