মধুখালীতে জমজমাট হাডুডু ফাইনাল, বিজয়ী লক্ষ্মীনারায়ণপুর একাদশ

news paper

মফিজুর রহমান মুবিন, মধুখালি

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩০

4Views

ফরিদপুরের মধুখালীতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় পৌরসভার গোন্দারদিয়া সাতানের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
 
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাডুডু একাদশ এবং মধুখালী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর হাডুডু একাদশ। জমজমাট লড়াইয়ের পর লক্ষ্মীনারায়ণপুর একাদশ বিজয় অর্জন করে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য মোঃ কামরুল হোসেন 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন।
 
খেলার পুরো সময় জুড়ে শত শত নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলার ধারাভাষ্য পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক সালেহীন সোয়াদ সাম্মি।
 
টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির। সভাপতিত্ব করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা বাকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাদ্দাম আরেফিন, যুবনেতা মোঃ রায়হান, মোহাম্মদ মেহেদী হোসেন, মোহাম্মদ অকিদুল ইসলাম, মোহাম্মদ আকরাম হোসেন এবং মোঃ লুৎফর রহমান বাবু সহ আরো অনেক। 


আরও পড়ুন