পটুয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

news paper

সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:২০

52Views

কুমিল্লা, লালমনিরহাট, যশোর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।
রবিবার (২৯ জুন) সকালে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীর ওপর ঘরের দরজা ভেঙে বর্বরোচিত নির্যাতন, লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে শীল সম্প্রদায়ের পিতা-পুত্রকে হয়রানি ও গ্রেপ্তার, ঢাকার খিলক্ষেতে সার্বজনীন দুর্গা মন্দির উচ্ছেদ এবং যশোরের অভয়নগরে হামলার ঘটনা প্রমাণ করে দেশে সংখ্যালঘুরা এখনো নিরাপদ নয়। ২০২৪-এর স্বাধীনতার পর মনে হয়েছিলো দেশে সকল ধরনের বৈষম্য দুর হবে কিন্তু তা হয়নি বরং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার নির্যাতন নেমে আসছে। বক্তারা এসব ঘটনার দ্রুত বিচার, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ফেস্টুন ও ব্যানার ধরে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুন