টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news paper

রাতুল সাহা, বুটেক্স

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৯

171Views

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে এক জমকালো ও সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বস্ত্র খাতের স্বনামধন্য প্রকৌশলীদের অনেকেই অংশগ্রহণ করেন। 

শুক্রবার (২৭ জুন) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ‍্যাব-এর সাবেক মহাসচিব ইঞ্জি. আলমগীর হাসিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইটিইটির আহবায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উপদেষ্টা ইঞ্জি. নাসিরউদ্দিন মিয়া, টিইডি এর চেয়ারম‍্যান ইঞ্জি. মহিউদ্দিন সেলিম, আইইবি এর ভাইস চেয়ারম‍্যান ইঞ্জি. খান মন্জুর মোর্শেদ, ইঞ্জি. নিয়াজউদ্দীন ভুইয়া ও ইঞ্জি. তানজিমুল আলম তমাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইইবি এর ঢাকা সেন্ট্রালের চেয়ারম্যান সেক্রেটারি ইঞ্জি. আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জি. মাহবুবুর রহমান, ইঞ্জি. জামিল টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জি. এ এস এম হাফিজুর রহমান নিক্সন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব ইঞ্জি. একেএম মহসিন আহমেদ। আরো বক্তব‍্য রাখেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইটিইটি এর সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন, ইঞ্জি. মীর মোশাররফ হোসেন, ইঞ্জি. গোলাম কবির সায়গল, ইঞ্জি. মোস্তফা ই জামান সেলিমসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের এ ধরনের মিলনমেলার আয়োজন সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এছাড়া বক্তারা টেক্সটাইল প্রকৌশলীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

এছাড়া অনুষ্ঠানে টেক্সটাইল ও আইইবি এর পেশাজীবী সংগঠনে বিশেষ অবদানের জন‍্য আইইবি এর এজিএস ইঞ্জি. সাব্বির আহমেদ ওসমানীকে ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।


আরও পড়ুন