পঞ্চগড়ে সরকারি অর্থ ফেরত দিলেন সহকারী শিক্ষা অফিসার
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৭
পঞ্চগড়ে সরকারি অর্থ অতিরিক্ত উত্তোলনের অভিযোগে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সেই অর্থ ফেরত দিয়েছেন। গত ১৮ মার্চ স্থানীয় দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের পর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক তদন্ত করেন এবং ওই কর্মকর্তা অর্থ ফেরত দেওয়ার সুপারিশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, পিইডিপি-৪ এর আওতায় প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করলেও, একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত ছিলেন। তবু ২০ দিনের জন্য সম্মানি ভাতা এবং খাওয়ার ভাতা নিয়েছেন। স্থানীয় শিক্ষকদের অভিযোগ, এতে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে।
অভিযুক্ত জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি প্রশিক্ষক ছিলাম না।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার জানান, অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় শিক্ষক সমাজ সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।