বাংলাদেশের প্রথম ইএসজি বুটক্যাম্পের রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ শুরু

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩

15Views

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইএসজি (পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক) বুটক্যাম্প। ২৫ থেকে ২৭ জুলাই রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং, তৈরি পোশাক, মেরিটাইম, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক ও আর্থিক খাতসহ মোট দুই শতাধিক কর্পোরেট প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। আজ (২৯ জুন) আয়োজকরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

ইএসজি প্রশিক্ষণ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে বুটক্যাম্পে ওয়ার্কশপ, প্যানেল আলোচনা ও প্রশিক্ষণ পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের কর্পোরেট খাতকে টেকসই, নৈতিক ও সুশাসিত ব্যবসার জন্য প্রস্তুত করতে কাজ করবে। প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ ও স্পন্সরশিপের জন্য আহ্বান জানানো হয়েছে।

ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান সাদিয়া সামিরা বলেন, “এই বুটক্যাম্প কেবল প্ল্যাটফর্ম নয়, এটি পরিবর্তনের এক সূচনা, যা দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও পরিকল্পিত ব্যবসা পরিচালনায় উৎসাহিত করবে।”

নির্বাহী পরিচালক শাদমান সাকিব অনিক বলেন, “বাংলাদেশের কর্পোরেট খাতে ইএসজির গুরুত্ব অপরিসীম। এই বুটক্যাম্প কমপ্লায়েন্স, জলবায়ু ঝুঁকি, দুর্নীতি-বিরোধী কার্যক্রম, তথ্য প্রকাশের আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে ব্যবহারিক জ্ঞান দেবে।”

ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএন জিসিএনবি) সেশন পার্টনার হিসেবে সুশাসন ও দুর্নীতি-বিরোধী উদ্যোগে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রোগ্রাম ম্যানেজার মাবরুর মুজিব চৌধুরী বলেন, “দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনকে ইএসজি কাঠামোর মধ্যে শক্তিশালী করা জরুরি।”

সেশন পার্টনার সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ‘প্রোগ্রেস’ প্রকল্প পরিবেশবান্ধব পরিবর্তন ও সাস্টেনেবিলিটি রিপোর্টিং নিয়ে আলোচনা করবে, যা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর ইএসজি লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাক্টিং সিইও সাত্তিক আহমেদ শাহ বলেন, “ইএসজি আজ বিনিয়োগকারীদের আস্থা অর্জনের প্রধান মাধ্যম। এই বুটক্যাম্প আন্তর্জাতিক মান ও দেশীয় ব্যবসার মধ্যে সেতুবন্ধন করবে।”

বুটক্যাম্প অংশগ্রহণকারীরা ‘ইএসজি ডায়ালগ’ ওয়েবিনার সিরিজ ও ‘বাংলাদেশ ইএসজি কেইসবুক’ থেকে বিশেষজ্ঞ অভিজ্ঞতা ও গবেষণামূলক কেস স্টাডি জানতে পারবেন।

আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ চালু রয়েছে। বিস্তারিত জানার জন্য ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন