সাভারে অসহায় বৃদ্ধার জমি দখল চেষ্টা, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:১
ঢাকার সাভারে প্রভাবশালীরা এক অসহায় বৃদ্ধার সম্পত্তি জোরপূর্বক দখল করতে নানা ধরনের হয়রানি ও মিথ্যে মামলার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চাপ সৃষ্টি করছে। এতে পরিবারটি কঠিন সংকটে পড়েছে, আর জমির মালিক বৃদ্ধা শামসুন নাহার মানসিক ও শারীরিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগে ভুগছেন।
তথ্য মতে, ১৯৯৭ সালে উত্তর মেইটকা গ্রামের মোঃ শামসুর রহমান ১৩ শতাংশ জমি ক্রয় করেন এবং যথাযথ নামজারি সম্পন্ন করেন। ২০১২ সালে জমিটি স্ত্রী মোছাঃ শামসুন নাহারের নামে হেবা দেন। বর্তমানে তারা জমি দখলে রয়েছেন এবং নিয়মিত খাজনা প্রদান করছেন।
তবে ঝাউচর বরতৈল বাজার এলাকার প্রভাবশালীরা ওই জমির প্রতি দখলের লোভ দেখিয়ে নানা ভাবে বাধা প্রদান করছে। দীর্ঘদিন ধরে তারা মিথ্যে মামলা দিয়ে পরিবারকে হয়রানি করছে। শামসুর রহমানের মৃত্যুর পর জমি দখলকল্পে তারা অব্যাহত চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, তারা জমিতে লাগানো ফসল নষ্ট করছে, গাছ তুলে ফেলছে, জমির বাউন্ডারি ভেঙে নামীয় সাইনবোর্ড মুছে ফেলছে এবং পরিবারের সদস্যদের ওপর হুমকি-ধমকিসহ নানা ধরনের প্রতিহিংসামূলক কাজ করছে।
অসহায় বৃদ্ধা শামসুন নাহারের ছেলে সামিউর রহমান জানান, পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বড় ছেলে অহিদুর রহমান বলেন, এসব অত্যাচারে তার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন, আর মাকে মানসিক চাপের কারণে হার্টের সমস্যা হয়েছে।
বৃদ্ধা শামসুন নাহার নিজেও জানান, ভূমিদস্যুদের অত্যাচারে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, অথচ বাড়িতেই শান্তিতে থাকতে পারছেন না।
অভিযুক্তদের মধ্যে মোঃ জহির এবং মোঃ সাইফুল ইসলাম রয়েছেন। জহিরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, আর সাইফুল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, জমি নিয়ে তার কোন জ্ঞান নেই।
স্থানীয়রা আশা করছেন প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেবে, যাতে একটি অসহায় পরিবার তার সম্পত্তি রক্ষা করতে পারে এবং নিঃশর্ত শান্তি ফিরে পায়।