নড়াইল-২ আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার, বর্ধিত সভায় ঐক্যের ডাক ভিপি নূরের
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৫:৫৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-২ আসনে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে গণঅধিকার পরিষদ। দলীয় কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে জেলা পর্যায়ে আয়োজিত বর্ধিত সভায় অংশ নেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। সভায় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।
সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক ও নড়াইল-২ আসনের সম্ভাব্য প্রার্থী লায়ন নুর ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুল মাওলা, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলামসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আলোচনায় উঠে আসে, গণঅধিকার পরিষদ একটি জনসম্পৃক্ত প্ল্যাটফর্ম হিসেবে সারা দেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। নড়াইল জেলাও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এই দলটি আলাদা আগ্রহ সৃষ্টি করেছে।
সভাপতির বক্তব্যে ভিপি নূর বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হবে। নড়াইল-২ আসনে আমাদের ভালো সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তব করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “দলীয় কর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় গড়ে তোলা জরুরি। এজন্য বিভাগীয় প্রধান সমন্বয়ককে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে, যেন মাঠ পর্যায়ে কোনো ঘাটতি না থাকে।”
সম্ভাব্য প্রার্থী লায়ন নুর ইসলাম বলেন, “নড়াইলবাসীর ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে আমি রাজনীতির পথে হাঁটছি। আমি বিশ্বাস করি, গণঅধিকার পরিষদ এখানেও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।” তিনি জানান, জনগণের পাশে থেকে এলাকার শিক্ষা, চিকিৎসা ও জ্বালানি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চান।
সভায় দলীয় প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা, নির্বাচনী ইস্যু ও কর্মসূচি নিয়ে কার্যকর বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে কৌশল নির্ধারণ করা হয়।
নেতারা মনে করছেন, এটি গণঅধিকার পরিষদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছিল, যা আগামি নির্বাচনে দলের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।