গাজীপুরে ছাত্রদল নেতার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

news paper

আবিদ হোসেন বুলবুল, গাজীপুর

প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৫:৪৪

132Views

চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির বিন রুহুল এই উদ্যোগ নিয়েছেন।

রবিবার (২৯ জুন) সকাল থেকে কলেজের সামনে তিনি অন্য আরো শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার হল খুঁজে পেতে সাহায্য করেন, সিট প্ল্যান দেখিয়ে দেন এবং মুখে মাস্ক পরতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এছাড়া হলের বাহিরে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও মাস্ক, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এই আয়োজনে শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়। পরীক্ষার হলে প্রবেশ করার সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম, পেনসিল, স্কেল, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সভাপতি পদপ্রার্থী সাব্বির বিন রুহুল। এ সময় তার সাথে কলেজের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীবান্ধব ব্যক্তি উদ্যোগ উদ্যোগ প্রসঙ্গে সাব্বির বিন রুহুল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে আমরা যে সেবা কার্যক্রম চালু করেছি, তা পরীক্ষার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমরা চাই ছাত্রদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের দায়িত্ব। এই শিক্ষা উপকরণ ও হেলথ কিট তাদের প্রস্তুতিতে যেমন সহায়তা করবে, তেমনি স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পাবে।

এদিকে, ছাত্রদল নেতার এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষকরা। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।


আরও পড়ুন