তথ্য অধিকার নিয়ে কক্সবাজার বিমানবন্দরে কর্মশালা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:৩৭
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ বিভাগের উদ্যোগে কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালা।
বুধবার আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।”
তিনি আরও বলেন, তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে আইনানুগ প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করে থাকে।
কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় তথ্য অধিকার আইনের বিধি-বিধান ও তার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।