আওয়ামী লীগ নেতাদের স্বজন ছাত্রদল কমিটিতে, সাতক্ষীরায় সমালোচনার ঝড়

news paper

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:৩২

15Views

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ আত্মীয়কে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করায় দলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত চেয়ারম্যান শোকর আলীর মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার ভাতিজি সোহানা সাবরিনা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।

গত ১৭ জুন ২০২৫ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম রাজিব এবং সাধারণ সম্পাদক নাছিরউদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা সাতক্ষীরায় পৌঁছানোর পরপরই বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠদের এভাবে পদে বসানো হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সোহানা সাবরিনার নাম দ্রুত কমিটি থেকে প্রত্যাহার করার দাবিও জানান তারা।

বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ছাত্রদলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক এমন সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন।


আরও পড়ুন