বাঁশখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণী উদ্বোধন

news paper

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৭:১

13Views

বাঁশখালীতে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে  বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে  বিনামূল্যে আমন ধানের উফশী জাতের বীজ, রাসায়নিক সার, নারিকেল চারাসহ কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

বাঁশখালীতে ২০২৫-২৬ মৌসুমে আমন খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হবে। এতে বাঁশখালী উপজেলার ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫টি করে ১৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়ছার উদ্দিন প্রমুখ।


আরও পড়ুন