গোপালগঞ্জে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৬:৫৯
পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কাশিয়ানী উপজেলার রাতাইল এলাকায় পরিচালিত হলো বিশেষ ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সীর নেতৃত্বে আনসার ব্যাটেলিয়ন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে প্রায় ১০০৯ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে পলিথিন বর্জনের আহ্বান জানানো হয়।
“চলুন সবাই মিলে পলিথিন দূষণ বন্ধ করি—বর্তমান ও আগামী প্রজন্মের জন্য গড়ে তুলি একটি টেকসই পরিবেশ।