সিএমপি'তে প্রশংসায় ভাসছেন ওসি শরিফ

চট্টগ্রামে সিংহভাগ আ.লীগের মিছিলের নেতৃত্ব দানকারী হানিফ গ্রেপ্তার

news paper

মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী

প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১১:৫৭

33Views

৫ই আগষ্ট পরবর্তী সময়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সবকটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। বড় একটা মাষ্টার মাইন্ড'কে গ্রেপ্তার করায় সিএমপি জুড়ে প্রশংসায় ভাসছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফ।

(২৩"জুন) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এক কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো: হানিফ চট্টগ্রাম নগরীর এক কিলোমিটার এলাকার বাসিন্দা শেখ আনসারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় ,মো: হানিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা,বিস্ফোরণসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পাশাপাশি হানিফ ৫ই আগষ্ট পরবর্তী সময়ে বন্দর নগরীর চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলসহ সবকটি কর্মসূচিতে হানিফের নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে সিএমপি থানা পুলিশ রাতদিন পরিশ্রম করেও তাকে ধরতে পারেনি, সবশেষ ২৩ জুন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ তৎপর ছিল সিএমপি থানা পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক সকালের সময়'কে জানান,৫ই আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যতগুলো মিছিল হয়েছে সবকটির নেতৃত্ব দিয়েছিলেন যুবলীগ নেতা হানিফ। তাকে আটক করার জন্য সিএমপি পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছিল সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে কর্ণফুলী থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আদালত সোপর্দ করা হয়েছে।

 


আরও পড়ুন