উদাখালি মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৪:২৫
ভবিষ্যতের পথে সততা ও পরিশ্রমের মন্ত্র” ২৪ জুন ২০২৫, সোমবার দুপুরে উদাখালি মডেল কলেজে অনুষ্ঠিত হলো উচ্ছে মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠান। উদাখালি মডেল কলেজের সাবেক সদস্য আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে পরীক্ষার্থীরা আসায় সজ্জিত হয়েছিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সভাপতি উদাখালি মডেল কলেজ জগৎবন্ধু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, এবং সাবেক সদস্য ইব্রাহিম আলী। এছাড়াও কলেজের সকল শিক্ষক ও পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় দোয়া ও কোরআনের তেলাওয়াত দিয়ে। পরে উপস্থিত অতিথির বিন্দু তাদের বক্তব্যে বলেন, পরীক্ষার্থীদের প্রচেষ্টা ও আবেগপূর্ণ বিদায়কে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সততা, পরিশ্রম ও ন্যায়পরায়ণতা অবলম্বন করার পরামর্শ দেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সকল পরীক্ষার্থীকে উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানান এবং জীবনের নতুন দিক চালু করার সময় বৈধ লক্ষ্য নির্ধারণ ও তাঁদের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করেন। এ সময় অধ্যক্ষ এনামুল হক এবং সাবেক সদস্য আমিনুল ইসলাম কলেজের শিক্ষানীতি উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীসেবায় সর্বোচ্চ মনোনিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীরা আগামিদিনে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকার করেন, এবং বিদায় সংবর্ধনা শেষে দোয়া ও পারিবারিক দর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।