নাবিকদের সাইন অন/অফ কার্যক্রমে শতভাগ ডিজিটালাইজেশন : ‘ই-আর্টিকেল’ সেবার উদ্বোধন

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ২:২৩

14Views

বাংলাদেশি নাবিকদের জাহাজে যোগদান ও নিষ্কৃতি (সাইন অন ও সাইন অফ) কার্যক্রমে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে আজ চালু করা হলো ‘ই-আর্টিকেল’ সেবা।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী (এনডি), এনডিসি, পিএসসি, বিএন-এর নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে, চীফ নটিক্যাল সার্ভেয়ার ও আইসিটি শাখার সহযোগিতায় এ ডিজিটাল সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, দেশের প্রায় ২০ হাজার নাবিকের সাইন অন/অফ প্রক্রিয়া এতদিন চট্টগ্রামে অবস্থিত সরকারি সমুদ্র পরিবহন অফিসে গিয়ে স্বশরীরে করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। বহুদিন ধরেই নাবিক, অফিসার ও নাবিক রিক্রুটিং এজেন্টদের দাবি ছিল—এ প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার।

অবশেষে সেই দাবি বাস্তবে রূপ পেয়েছে ‘ই-আর্টিকেল’ সফটওয়্যার চালুর মাধ্যমে। এখন থেকে কোনো প্রকার শারীরিক উপস্থিতি ছাড়াই অনলাইনে এ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এতে সময় ও খরচ কমবে, এবং সেবা আরও সহজ ও সচ্ছল হবে।

নৌপরিবহন অধিদপ্তর ইতোমধ্যেই মোট ২৩টি ই-সার্ভিসের মাধ্যমে নাবিকদের বিভিন্ন ডিজিটাল সেবা দিয়ে আসছে। নতুন এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরও পড়ুন