কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস- ২০২৫ ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১২:৫৯
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হলো, বাংলাদেশ স্কউটসের আয়োজনে ও প্রোগ্রাম বিভাগের ব্যবস্হাপনায় এবং উপজেলা স্কউটসের উদ্যোগে, দিনব্যাপী" কাব কার্নিভাল ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জুন) ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
জাতীয় ও কাব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কউটসের সভাপতি, জনাব গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়তের আমীর জনাব আজিজুর রহমান স্বপন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। বক্তারা বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কউটিং অপরিহার্য। প্রতিকুল পরিবেশে মানিয়ে নেওয়ার শিক্ষা দিতে, কাব স্কউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান পলাশ। আরো উপস্থিত ছিলেন, ইউ আর সী ইন্সট্রাক্টর, আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব শাহজাহান আলী,। এছাড়াও স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক, উপস্থিত সাংবাদিক বিন্দৃ,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কাব কার্নিভালের বিভিন্ন কার্যক্রমে, ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাব সদস্যরা এতে অংশগ্রহণ করেন।