মেহেরপুরে কাব কার্নিভাল ২০২৫ এর উদ্বোধন
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৬:০
মেহেরপুরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ও প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী “কাব কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) মেহেরপুর জেলা স্কাউট ভবনের কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
জাতীয় ও কাব পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, “শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং অপরিহার্য। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার শিক্ষা দিতে কাব স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ও উপজেলা স্কাউটস সম্পাদক আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কমিশনার শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররা।
দিনব্যাপী কাব কার্নিভালের বিভিন্ন কার্যক্রমে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাব সদস্যরা অংশ নেন।